বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির শিশুর সাঁতার শেখানোর প্রশিক্ষণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার প্রশাসনের প্রাঙ্গণের জলাশয়ে হাওর বিলাস প্রাঙ্গণে তাহিয়া একাডেমির উদ্যোগে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তাহিয়া একাডেমির আয়োজনে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে শিশুদের মধ্যে সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে এলাকার অনেক ক্ষুদে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ।
এসময় তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রশিক্ষক বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের প্রতিনিধি আলী হায়দার, বিশ্বম্ভরপুর প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামী ঐক্য জোটের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল্লাহ পলাশী, জমিয়তে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ, প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের পানিতে নিরাপত্তা এবং সাঁতারের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠান তাহিয়া একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
Comments