
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমানের মতে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ, তবে দেশে সুপরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সাম্প্রতিক গুজব, সহিংস ঘটনা ও রাজনৈতিক উত্তেজনা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করছে বলে তিনি মন্তব্য করেন।
জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলে বলেন, প্রধান উপদেষ্টার তিনটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর গুজব ছড়ায় যে সেনাপ্রধান ও প্রধান বিচারপতি বৈঠক করেছেন। এটি জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে—ড. ইউনূস কি পদত্যাগ করছেন? এর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ঢাকার ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ ও ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি অস্থিরতার ইঙ্গিত দেয়।
তিনি বলেন, “এসব ঘটনা একত্রে বিশ্লেষণ করলে মনে হয়, দেশে সুপরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। উদ্দেশ্য রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করা এবং ড. ইউনূসকে বিতর্কিত ও দুর্বল দেখানো।” তিনি মনে করেন, কিছু মহল নির্বাচন পেছানোর জন্য এই গোলযোগ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার গুজব অবাস্তব, কারণ সংসদ ছাড়া এটি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, “ড. ইউনূসের দায়িত্বে থেকে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা জরুরি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে কাজ করছে। নাগরিকদের সজাগ থাকতে হবে।”
Comments