Image description

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এনআর গার্মেন্টস কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে শাবনাজ আক্তার (২০) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাবনাজ ময়মনসিংহের মো. আব্দুল বারেক মিয়ার মেয়ে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ছাদ থেকে লাফানোর শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা শাবনাজকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আত্মহত্যার কারণ তদন্ত করা হচ্ছে। নিহতের অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।