Image description

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নিতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার মধ্যরাতে ঘোষগাঁও কামাখ্যা মন্দির এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ড্রেজার মানিক নামে পরিচিত একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এ জেল জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। 

তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।