Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন। সোমবার সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অস্থায়ী শ্রমিকরা অভিযোগ করে বলেন, “আমরা স্থায়ী শ্রমিকদের মতো একইভাবে কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় নিয়মিত কাজেও নেওয়া হয় না। রেশনসহ অন্যান্য সুবিধাও আমরা পাই না। ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়।”

শ্রমিকরা অবিলম্বে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।