
যশোরের মনিরামপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নেতা হলেন আশরাফুল ইসলাম (৪০), যিনি চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তারেক গাজী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে তারেক গাজীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে তার বুকে বেশ কয়েকটি ছুরির আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তারেককে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
Comments