
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার মধ্যরাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
শনিবার বিকেলে বেগমগঞ্জের বনানী এলপিজি ফিলিং স্টেশনের সামনে জানাজা শেষে চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক বোরহান উদ্দিন ১৯৭৯ সালের ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে বেগমগঞ্জ পূর্ব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেসময় তিনি সোনাইমুড়ী কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী মহকুমা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এক শোকবার্তায় বলেন, অধ্যাপক বোরহান উদ্দিন একজন নির্লোভ, নিরহংকারী এবং সাধারণ জীবনযাপনের অধিকারী হিসেবে সবার হৃদয়ে বেঁচে থাকবেন।
Comments