Image description

চট্টগ্রাম নগরীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের নেতা-কর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর ২ নম্বর গেট, ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরও সমর্থন জানিয়েছে। নেতাকর্মীরা চারদিকের রাস্তা বন্ধ করে টায়ার ও পরিত্যক্ত কাগজে আগুন ধরিয়ে অবস্থান নেন। এতে মোড়ের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতা-কর্মী আহত হন। নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনায় রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন।

শনিবারের বিক্ষোভে নেতৃত্ব দেন দলের উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন। সরেজমিনে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা হাতে অবস্থান নেন এবং আশপাশের ৪–৫টি স্থানে আগুন ধরিয়ে দেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনির কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থানে আছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হওয় সেজন্য আমরা সজাগ আছি।”