ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এই আদালত পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, এক কৃষকের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। এ সময় ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আবু মোতালেব (শাহিন)কে সার ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভেজাল সার জমিতে প্রয়োগ করলে উপকারের বদলে ক্ষতি হয়। খুচরা বাজারে ১০৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে।”
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “অবৈধভাবে ভেজাল সার বিক্রির অপরাধে জরিমানা ও সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Comments