Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা বিএনপি ও ধানের শীষ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জনগণের সমর্থন না পেয়ে তারা এই কৌশল নিয়েছে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে বিএনপির ৩১ দফা ইশতেহার প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিতা বলেন, “তারেক রহমানের ৩১ দফা ইশতেহারে ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা রয়েছে। এটি প্রতিটি ঘরে পৌঁছে দিন, দেশকে স্বনির্ভর করতে ঐক্যবদ্ধ হই।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচনের দিনক্ষণ ঘোষিত, ভোটারদের কাছে ছুটে যান। ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।”

অনুষ্ঠানে জেলা জজ আদালতের পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু, আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।