Image description

ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে হুতি গোষ্ঠী। গত বৃহস্পতিবার রাজধানী সানায় চালানো এ হামলায় আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন।

২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আল-রাহাওয়ি সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের এক কর্মশালায় অংশ নিচ্ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সানায় ‘হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে’ নির্ভুল হামলা চালিয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল। এর জবাবে ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে দফায় দফায় হামলা চালিয়েছে। হুতিরা জানিয়েছে, এসব হামলা তাদের ফিলিস্তিনি সমর্থন থেকে নিরুৎসাহিত করতে পারবে না।

বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় ইসরায়েলি হামলায় ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা জানিয়েছে, গত রোববার তারা হুতিদের সামরিক স্থাপনা ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছিল।