
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় লিটন দাসের ঝলমলে ৫৪* এবং দুই বছর পর ফেরা সাইফ হাসানের অপরাজিত ৩৬ রানের দারুণ ইনিংসে ৩৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
টস জিতে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। তাসকিন আহমেদের তৃতীয় ওভারে ম্যাক্স ও’ডাউড (১৫ বলে ২৩) আউট হওয়ার পর ডাচরা ধাক্কা সামলানোর চেষ্টা করলেও সাইফ হাসানের জোড়া আঘাতে (এডওয়ার্ডস ১২, তেজা ২৬) ইনিংস ভেঙে পড়ে। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থামে নেদারল্যান্ডস। তাসকিন ৪ উইকেট, সাইফ ২ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ১ উইকেট নেন।
জবাবে বাংলাদেশের শুরুটা ছিল বিস্ফোরক। পাওয়ার প্লেতে পারভেজ হোসেন এমন ৯ বলে ১৫ রান (২ চার, ১ ছক্কা) করে আরিয়ান দত্তের বলে আউট হন। তবে তানজিদ হাসান (২৪ বলে ২৯) ও লিটন দাস দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন। তানজিদ আউট হলেও সাইফ হাসান ১৯ বলে ৩৬* (১ চার, ৩ ছক্কা) রানে লিটনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন। লিটন ২৯ বলে ৫৪* (৬ চার, ২ ছক্কা) রানে ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি ছুঁয়েছেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
Comments