Image description

ঢাকার মিরপুরে ডিবির বিশেষ অভিযানে গত ২৬ আগস্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২৭ আগস্ট) বুধবার কুমারখালী থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন; পৌরসভার ২ নং ওয়ার্ডের মোঃ মতির ছেলের ফরহাদ হোসেন পাপ্পু (২৮)। তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জিয়া জানান, গত ২৬ তারিখ ঢাকা মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি। অভিযানে কুমারখালী ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি পাপ্পুকে গ্রেপ্তার করে। এই থানায় পাপ্পুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজকে এই আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।