Image description

খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে (৪২) ১৫ বছর বয়সী এক কন্যা শিশুর ওপর ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) আশ্রম থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণ জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদমতলা গ্রামের ওই শিশুর ওপর ধর্ষণ চেষ্টার অভিযোগে নারায়ণকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই নারায়ণ কদমতলা গ্রামে এক ভক্তের আমন্ত্রণে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান। রাত্রিযাপনের সময় রাত ৩টার দিকে তিনি শিশুটির ওপর বলপ্রয়োগ করে অনৈতিক কাজের চেষ্টা করেন। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে সকালে তাকে ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতি দেখানো হয়।

শিশুর বাবা জানান, ঘটনার পর থেকে মেয়ে অস্বাভাবিক আচরণ করছিল। তিন দিন পর সে পুরো ঘটনা খুলে বলে, যার পরিপ্রেক্ষিতে বুধবার মামলা দায়ের করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণ ভিকটিমের পরিবারের পূর্ব পরিচিত এবং বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন। ১৬ জুলাই রাতে ভিকটিমের চাচীর অসুস্থতার কারণে তিনি তাদের বাড়িতে যান। ধর্মীয় অনুষ্ঠান শেষে গভীর রাতে শিশুটি মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে নারায়ণ ধর্ষণের চেষ্টা করেন, কিন্তু শিশুর ঘুম ভেঙে যাওয়ায় ব্যর্থ হন।