Image description

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মৎ কোহিনুর বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা গিয়াস মৃধা (৪২), তার পুত্র ইমন (২০), স্ত্রী জেসমিন (৩৭) ও কন্যা লামিয়ার (১৮) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) দুপুরে। আহত কোহিনুর বেগমকে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বজনরা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি এবং তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।