Image description

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষিকাসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা এলাকায় ট্রাক চাপায় এবং সকালে জেলা শহরের উকিলের মোড় রেলপথে ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকার ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মারুফা বেগম (৪২) এবং জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শুটিপাড়া বারোঘরিয়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আইউব আলী (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মারুফা বেগম তার স্বামী ওমর ফারুকের সঙ্গে মোটরসাইকেলে ডোমারে ফিরছিলেন। পথে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক মারুফাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, জড়িত ট্রাকটি ডোমারে আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, বুধবার সকাল ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের উকিলের মোড় এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আইউব আলী মারা যান। সৈয়দপুর জিআরপি থানার ওসি মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।