Image description

যশোরের কেশবপুরে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে এক সন্তানের জননী গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের এক প্রভাবশালী পরিবারের সদস্য তবিবুর রহমান ওরফে তপু দীর্ঘদিন ধরে পাশের গ্রাম বুরুলি দাসপাড়ায় যাতায়াত করতেন। এ সুবাদে তিনি অনুপম দাসের স্ত্রী নিপা দাসের (২১) সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, গভীর রাতে তাদের দেখা-সাক্ষাৎ হতো। কয়েক দফা প্রতিবেশীদের হাতে ধরা পড়লেও প্রভাবশালী পরিচয়ের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

গত ২৪ জুন নিপা দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চৌগাছা উপজেলার দাসপাড়ায় যান। পরে ৮ আগস্ট থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এ বিষয়ে নিপার শ্বশুর অরুণ দাস বলেন, “আমার ছেলে-বউ বাবার বাড়ি গিয়েছিল। সেখান থেকেও চলে গেছে জেনে আমরা আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করি। কিন্তু কোনো সন্ধান পাইনি।”

পরে গত ১৯ আগস্ট তিনি আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

নিখোঁজ গৃহবধূর শাশুড়ি বিজলি দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বউমা চলে গেছে, নাতি প্রমিত দাসকে (৬) রেখে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, তবিবুর রহমান ওরফে তপু দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভাষ্য, চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল, টেন্ডারবাজিসহ একাধিক অপরাধে তার নাম শোনা যায়। বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। অনেকে টাকা ফেরত চাইলে তিনি ভয়ভীতি দেখান।

এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী পরিচয়ের আড়ালে তিনি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চলেছেন। তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলাও রয়েছে।

নিখোঁজ গৃহবধূ নিপা দাস চৌগাছার রমন দাস ও শিউলি দাসের মেয়ে। পরিবার দাবি করেছে, একমাত্র নাতিকে রেখে মেয়ের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া তাদের মন ভেঙে দিয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত নিপাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।