Image description

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর (সরকারপাড়া) গ্রামের রাকিব হাসান (২৫) কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় দিশেহারা তার অসহায় পরিবার।

গত এক মাস ধরে পেটে ব্যথা ও বমির সমস্যায় ভুগছিলেন রাকিব। পীরগঞ্জ হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে রংপুরের কসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, রাকিব কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন ৮ লাখ টাকা, যা থাইল্যান্ড থেকে আনা থেরাপির জন্য ব্যয় হবে।

রাকিবের পিতা রেজাউল করিম জানান, একমাত্র সন্তানের এমন অবস্থায় তিনি ভেঙে পড়েছেন। তিনি বলেন, “এত বড় অঙ্কের টাকা যোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।”

লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, রাকিবের বিষয়টি তিনি জেনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাকিবের পরিবার দেশের সহৃদয় ব্যক্তি, এনজিও, উপজেলা ও জেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছে।