Image description

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৭-৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের পুলিশ লাইনের সামনে এবং রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রথম ঘটনায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি কোস্টার বাস কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে এগারো মাইল এলাকায় যাত্রীবাহী রূপসা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে কোস্টারের সঙ্গে ধাক্কা খায়। এতে ৭-৮ জন আহত হন, যাদের মধ্যে শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলাম রয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। চালক নজরুলের কোমরে গুরুতর আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। আহত শিক্ষক ও চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অপর ঘটনায়, শনিবার রাতে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জিয়া নিহত হন। নিহত জিয়া মঙ্গলবাড়ী বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।