
চুয়াডাঙ্গার দর্শনা থানার শৈলমারি গ্রাম থেকে ৫২টি গাঁজা গাছসহ গাঁজা চাষি রেজাউল হককে (৪৪) গ্রেফতার করেছে বেগমপুর ক্যাম্প পুলিশ। রেজাউল হক ওই গ্রামের আমজাদ মন্ডলের ছেলে। তাকে রোববার ভোরে গ্রেফতার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শৈলমারি গ্রামে গাঁজা চাষের তথ্য পাওয়া যায়। এরপর বেগমপুর পুলিশ ক্যাম্পের এসআই মোরশেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেফতার করেন। তার বাড়ির পূর্ব পাশে বাসার বাগান থেকে ছোট-বড় ৫২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১৫ কেজি।
গ্রেফতারকৃত রেজাউল হকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments