Image description

নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালেব ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আবু তালেব নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।