Image description

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামীর এক নেতার ভাইয়ের ওপর হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই বাজারে এ ঘটনা ঘটে।

মামলার বাদী বড়লেখা সদর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিরাজুল ইসলাম। হামলায় আহত ফয়ছল আহমদ মুন্না (৩৫) তার ভাই এবং বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের বাসিন্দা ও প্রবাসী।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু-মহিষ ও মূল্যবান কাঠ চোরাচালানের সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করায় সিরাজুল ইসলাম ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিন রাতে ১৫ আগস্ট উপলক্ষে ডিমাই বাজারে অভিযুক্তরা সমবেত হয়ে জামায়াতসহ বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে স্লোগান ও গালিগালাজ শুরু করেন। এ সময় ফয়ছল আহমদ মুন্না ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় তাকে ‘জামায়াত সেক্রেটারির ভাই’ বলে চিহ্নিত করে ঘিরে ধরা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা মুন্নার গলায় খাসিয়া দা ধরে হত্যার হুমকি দেন এবং রড দিয়ে তার শরীরে আঘাত করেন, ফলে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া, হামলাকারীরা স্থানীয় বেলাল আহমদের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে। স্থানীয়রা আহত মুন্নাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলায় আসামি করা হয়েছে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল আজিজ বসু (৪০), আব্দুল মানিক (৩২), ছয়ফুল ইসলাম (৩২), শাহিন আহমদ (২২), জয়নুল ইসলাম (২৩), রুহেল আহমদ (৩২), আব্দুল কাদির (৩০), রেহান আহমেদ (২৬), জুসাম (২৮), কামিল আহমদ পাবেল (২৫), ফখরুল ইসলাম (৩৫), রইব আলী (৪০) এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”