Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোটদারোগারহাট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফ ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রেললাইনে পড়ে থাকা এক বৃদ্ধ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রেললাইনের ওপর অবস্থান করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশের পথটি স্থানীয়দের নিয়মিত যাতায়াতের জন্য ব্যবহৃত হলেও এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ আরও সতর্কতামূলক পদক্ষেপ নেবে।