Image description

সম্প্রতি, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তাহরিম খানের একটি বিজ্ঞাপনের ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, "আয়রু তুমি রকস্টার…।" এই পোস্টটি আবারও প্রমাণ করে যে, তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চললেও, আইরার প্রতি সৃজিতের ভালোবাসা এখনো অটুট।

মিথিলা ও সৃজিতের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছে। তবে এই পোস্ট দেখে সৃজিতের ভক্তরা আইরাকে উৎসাহ দেওয়ার পাশাপাশি অনেকেই মন্তব্য করেছেন যে, তাদের সম্পর্ক এখনো ভালো আছে।

প্রসঙ্গত, মিথিলা ও তাহসান রহমান খানের বিচ্ছেদের পর মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন। এরপর থেকেই সৃজিতের সঙ্গে আইরার একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তাহসান এবং মিথিলা যৌথভাবে আইরার দায়িত্ব পালন করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস