Image description

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নৌ বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এর ফলে দুর্ঘটনা এড়াতে ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে গত দুই দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে বিআইডব্লিউটিএ এই নির্দেশনা জারি করেছে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যে রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সেগুলো হলো- ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন এবং হাকিমুদ্দিন-মনপুরা-চর জহিরউদ্দিন। তবে ভোলা-বরিশাল এবং ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে, নদীতে পানি বৃদ্ধির কারণে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে, যার ফলে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটছে।