
রাজধানীর বনানীতে ৩৬০ ডিগ্রি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত হোসেন রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা রাব্বিকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে তার বাম উরুতে তিনটি ও ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে রাব্বির পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। তিনি আরও বলেন, “রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা প্রায়ই এই সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” রাব্বির মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বনানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Comments