Image description

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, যুব সমাবেশ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক হাসান আলী। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

সমাবেশে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনকে সনদপত্র এবং ১১৯ জনকে প্রায় ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে, যুব ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি গাছের চারা রোপণ করেন।