Image description

লক্ষ্মীপুরে একনলা বন্দুকসহ এ কে এম ফরিদ উদ্দিন নামে এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তিনি জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। সেনাবাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

রোববার গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

একই রাতে ওই এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী নাঈমের মৎস্য খামারেও অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা, তিনটি বিদেশি মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার সহযোগীরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, আটককৃত যুবদল নেতা এবং উদ্ধারকৃত সরঞ্জামগুলো আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।