
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, দুই বছর ধরে তার জীবনে একজন বিশেষ মানুষ আছেন, যিনি অভিনয় জগতের কেউ নন।
কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান জানান, তিনি বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় খুব একটা অবসর পান না। তবে অবসর পেলে প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তিনি নিজের হাতে টবে মিষ্টি আলু এবং নানা ধরনের শাক-সবজি ফলান।
সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ও ঘৃণার মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে জয়া বলেন, যারা ঘৃণা ছড়ায়, এটি তাদের দুর্ভাগ্য। তিনি কাজে বিশ্বাসী এবং এসব বিষয়কে পাত্তা দেন না।
জীবনের বিশেষ মানুষটির সম্পর্কে জানতে চাইলে জয়া কোনো রাখঢাক না করে হাসতে হাসতে বলেন যে, মানুষ একা বাঁচতে পারে না, তাই তার জীবনে একজন বিশেষ মানুষ রয়েছেন। তবে তিনি জানান, সেই মানুষটি অভিনয় জগতের কেউ নন এবং তারা গত দুই বছর ধরে একসঙ্গে আছেন।
বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, তিনি এখনও এ বিষয়ে কিছু ভাবেননি। তিনি বিবাহিত সম্পর্ককে সম্মান করেন, কিন্তু নিজে এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা এর কারণ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটা হওয়া অসম্ভব নয়।
জয়া আহসান সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার কাজ শেষ করেছেন এবং সুমন বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতি কথা’ সিনেমায় তাকে শীঘ্রই দেখা যাবে।
Comments