Image description

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১১ আগষ্ট) শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের চত্বরে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক মিঠুন বসাক, জাকারিয়া মাহমুদ, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। এর মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। শত শত মানুষের সামনে এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকেরা।