Image description

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে চাঙ্গা পৌরসভাসহ ১১ ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা। কারা আসছেন উপজেলা বিএনপির নেতৃত্বে এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। দলীয় অফিস থেকে শুরু করে চায়ের দোকানে সর্বত্রই চলছে উপজেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে আলোচনা। 

সম্মেলনের দিন তারিখ ঠিক না হলেও দীর্ঘ ১৫বছর পর সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সরাসরি ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কর্মীরা। ইতোমধ্যে ১১ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। 

এদিকে ৫ আগষ্টের পর বিএনপি দলীয় ভাবে সক্রিয় হওয়ার পাশাপাশি মঠবাড়িয়া উপজেলা বিএনপি কয়েক গ্রুপে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। যে গ্রুপিং উপজেলা থেকে শুরু করে তৃণমূলেও এখন সক্রিয়। এরই মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা বিএনপির সম্মেলন সভাপতি-সম্পাদক সহ সাংগঠনিকের দুটি পদে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল সমর্থিত প্যানেল জয়লাভ করেছেন। এবার চলছে উপজেলা বিএনপির নেতৃত্ব নিয়ে আলোচনা। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল বহিস্কৃত হওয়ায় তিনি দলীয় কোন পদে প্রার্থী হতে পারছেন না। তবে সম্মেলনে তার সমর্থিত প্যানেলের প্রার্থীদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিএনপি সহ সব মহলের মানুষের ধারণা। 

সম্মেলনে সভাপতি পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শামীম মিয়া মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. রফিকুল ইসলাম বাবুল, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব কে এম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান খোকন। 

এছাড়া সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ গোলাম মোস্তফা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলালের একমাত্র পুত্র খালিদ সাইফুল্লাহ আমিন বাবু।