চাঁদাবাজির মামলার প্রতিশোধে অপপ্রচারের শিকার প্রবাসী আলমগীর

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মধ্যচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেন তার বিরুদ্ধে নারী উত্ত্যক্তসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
আলমগীর হোসেন বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে।”
তিনি জানান, কিছু ব্যক্তি তার কাছে চাঁদাদাবী করেছিল, যার জেরে তিনি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এই মামলার প্রতিশোধ হিসেবে ওই ব্যক্তিরা তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, সম্প্রতি মধ্যচর গ্রামের বিদ্যুৎ অফিসের সামনে স্থানীয় বাসিন্দারা আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন।
সংবাদ সম্মেলনে আলমগীর এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান। স্থানীয়রা এ ঘটনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।
Comments