Image description

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে 'জিরো রিটার্ন' নামে কোনো বিধান নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে 'জিরো রিটার্ন' দাখিলের যে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে, সেটির বিষয়ে সতর্ক করে এনবিআর বলেছে, এই ধরনের রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে আয়কর রিটার্নে দেখাতে হবে। ফেসবুকে প্রচারিত ভ্রান্ত ধারণা অনুযায়ী, রিটার্নের সব ঘর শূন্য পূরণ করে জমা দেওয়া আইনত ভুল।

এনবিআর আরও জানিয়েছে, যদি কোনো করদাতার প্রকৃত আয় আইন অনুযায়ী করযোগ্য না হয়, তাহলে তাকে কোনো কর দিতে হবে না। তবে কর দিতে না হলেও, সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ বা দায় দেখিয়ে 'জিরো রিটার্ন' দাখিল করার কোনো সুযোগ নেই।