
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডিপিপি অনুমোদনের দাবিতে রবিবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। এর ফলে পড়াশোনার মান ধরে রাখাসহ বিভিন্ন সমস্যা হচ্ছে। তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এই অবরোধ কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
Comments