সোনারগাঁওয়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ ফারুক, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব মোজাম্মেল, যুগ্ম আহ্বায়ক নাসির মোল্লা এবং নোয়াগাঁও ইউনিয়নের প্রচার সম্পাদক ইব্রাহিম।
৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”
অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
Comments