
নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে যোগ্যদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের পদায়নের অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ছাত্রদলের একাংশের প্রায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭ আগস্ট প্রকাশিত কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের পদ দেয়া হয়েছে। তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, “এই অযোগ্য কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং নবগঠিত কমিটির সদস্যদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়া হবে।”
বিক্ষোভে অংশ নেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, সহ-সভাপতি পারভেজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রশীদ, ছাত্রনেতা মনির মিয়া, খাদেমূল ইসলাম, রাকিব হাসান জিয়া, মোবারক হোসেন তালুকদার, আব্দুল্লাহ নাইম, রিয়াদুল হক সানমুন, রাকিব হাসান, নাদিম হাসান চৌধুরী, রানা মিয়াসহ শতাধিক নেতাকর্মী।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, “ছাত্রদলের কমিটি গঠনের আগে যাচাই-বাছাই করা হয়। কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে কমিটির কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, গত ৭ আগস্ট নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে মো. রাজন খান জয়কে সভাপতি এবং মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি প্রকাশের পর থেকেই ছাত্রদলের একাংশ এটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
Comments