Image description

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মো. ওলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় পরিত্যক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরবর্তীতে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।