Image description

২০২৫ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রাজধানীতে এখন পর্যন্ত মোট ৭০৭টি মামলা দায়ের করা হয়েছে, এবং এই মামলাগুলোতে ৫ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।

৫ আগস্ট পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় দায়ের করা বেশিরভাগ মামলাই হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী আসামি হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক দুই আইজিপি মো. শহিদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৩ জন পুলিশ সদস্যও রয়েছেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।