Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। বিশেষ করে, ১ কেজি ওজনের সোনার বারের ওপর যুক্তরাষ্ট্র ৩৯ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্ববাজারে ২৪ ঘণ্টার মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৩ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে গেছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোনার দামের এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি। বিশ্বের প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত সোনা প্রক্রিয়াকরণকারী দেশ সুইজারল্যান্ড। সেখানকার বড় রিফাইনারিগুলো থেকে সোনা সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রে বছরে ৬১.৫ বিলিয়ন ডলার মূল্যের সুইস সোনা রপ্তানি হয়, যার দুই-পঞ্চমাংশ এখন নতুন শুল্কের আওতায় পড়েছে। এই পরিস্থিতিতে নিউইয়র্কের ব্যবসায়ীরা ১ কেজি ওজনের সোনার বারের জন্য দ্রুত অর্ডার দিচ্ছেন, যা বাজারে চাহিদা বাড়াচ্ছে এবং দাম ঊর্ধ্বমুখী করছে।

সোনার আন্তর্জাতিক দামের প্রভাবে দুবাইয়ের বাজারেও দাম বেড়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রামে ৩৭৮.৭৫ দিরহামে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, শিগগিরই দাম ৩৮০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে।

তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৬ আগস্ট) সর্বশেষ সমন্বয় করে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়েছিল। সে অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।