পিস্তল নিয়ে রেস্টুরেন্টে খুনসুটি: ভিডিওটি পুরোনো, অভিযুক্ত কিশোর কারাগারে

গাজীপুরের শ্রীপুরে পিস্তল হাতে নিয়ে এক কিশোর-কিশোরীর রেস্টুরেন্টে খুনসুটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভিডিওটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশ বলছে, এটি একটি পুরোনো ভিডিও এবং এর সঙ্গে জড়িত কিশোর সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ বর্তমানে চাঁদাবাজির একটি মামলায় কারাগারে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আলিফের একটি কিশোর গ্যাং আছে এবং তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিশোরীর পরিচয় এবং ভিডিও ধারণকারী ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, সম্প্রতি একটি চাঁদাবাজি ও অপহরণ মামলায় আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল।
তিনি আরও বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে ব্যবহৃত বস্তুটি আসল পিস্তল নাকি খেলনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।
Comments