
টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পিকআপভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলানদহ উপজেলার চর গ্রামের আলামিন (৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া (৩৫) ও সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা (৩২)।
আহত ব্যক্তির নাম মো. সানী (১৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পাণ্ডা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং একজন পিকআপভ্যানের চালক। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments