Image description

রাজধানীর গুলশানের বারিধারায় অবৈধভাবে সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে বারিধারার ওই বারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন জানান, “সেলিম প্রধান তার মালিকানাধীন সীসা বার থেকে গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে আরও ৮ জনকে আটক করা হয়েছে।” তবে গ্রেপ্তার অন্যদের নাম প্রকাশ করেননি তিনি।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামে একটি কোম্পানি ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর ব্যবসা পরিচালনা করত। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে র‌্যাব। তার গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। এছাড়া, দুটি হরিণের চামড়া পাওয়ায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরবর্তীতে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। দুদকের অভিযোগে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড হয়। চার বছর কারাভোগের পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সেলিম। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। চলতি বছরের জুনে তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)-এর প্রধান উপদেষ্টা হন।