
রাজধানীর উত্তরায় সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফুয়াদ হাসান হৃদয় (২৫) নওগাঁ জেলা সদরের বাসিন্দা ফাইজুর রহমানের ছেলে। তিনি হোসেন গ্রুপে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের ঢালে ত্রিমুখী ওই সংঘর্ষের সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঢামেকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Comments