
রাজধানীর বাসাবোতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বাসাবোর দক্ষিণ রাজারবাগে এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী মো. রিমনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিশুটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বাবা পেশায় রিকশাচালক। সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি তার বাসার সামনে খেলছিল। তখন প্রতিবেশী রিমন তাকে নিজের ঘরে ডেকে নেয়। এর পর মারধর করার ভয়ে দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই সময় শিশুটির মা তার নাম ধরে ডাকাডাকি করছিলেন। তিনি রিমনের ঘরের সামনে দিয়েও যান। তবে শিশুটিকে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে ওই তরুণ। পরে সকাল পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। মেয়েটি তখন মাকে গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে স্কুলের শিক্ষকসহ অন্যরা সেখানে যায়।
স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, স্থানীয় কিছু মানুষ বিষয়টি সেখানেই মিটমাট করতে চাপ দিচ্ছিলেন। তারা মামলা করতে চাইছিলেন না। তবে আমরা জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল করে পুলিশি সহায়তা চাই। অভিযুক্ত রিমন একটি পোশাক কারখানায় কাজ করেন। তাকেও ডেকে নেওয়া হয়। পরে শিশুটির মা বাদী হয়ে সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় রিমনকে গ্রেপ্তার করা হয়। তিনি বিবাহিত।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইসমাঈল হোসেন খান বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হচ্ছে। গ্রেপ্তার রিমনকে রোববার আদালতে হাজির করা হবে।
Comments