
রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক পাথর আঘাতে আলোচিত ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে একাডেমিক ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বর্বরোচিত এই হত্যার তীব্র নিন্দা জানায়। পাশাপশি চলমান চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সমাবেশে ছাত্র ছাত্রীদের পক্ষে কথা বলেন, জুলাই গণআন্দোলন '২৪ এর ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক শফিউল ইসলাম রাহাত সহ প্রমুখ ছাত্র প্রতিনিধিরা।
তারা হুশিয়ার জানিয়ে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিল, এবার বিএনপির অঙ্গসংগঠন যুবদল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। দেশব্যাপী সকল হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। দেশে যাতে কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
Comments