
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি তেহরান থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নোবেল কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
নারী ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের কারণে ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। গত ডিসেম্বরে চিকিৎসাজনিত কারণে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে তাঁর আইনজীবীরা বারবার আশঙ্কা প্রকাশ করে আসছেন, যেকোনো সময় তাঁকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।
নরওয়েজিয়ান নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সরকারপন্থি এজেন্টরা পরোক্ষভাবে এবং তাঁর আইনজীবীদের মাধ্যমে মোহাম্মদিকে হুমকি দিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যদি তিনি ইরানের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে প্রকাশ্য কার্যক্রম চালিয়ে যেতে থাকেন, তাহলে তাঁর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।
কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রাইডন বলেন, "এই হুমকি আমাদের আতঙ্কিত করেছে। আমরা কেবল নার্গিস মোহাম্মদিই নন, বরং ইরানে যেকোনো ভিন্নমতাবলম্বী নাগরিকের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন।"
তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই নার্গিস মোহাম্মদিকে মূলত নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি কারাগারে থাকায় তাঁর সন্তানেরা তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
Comments