
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর বলেছে, ২০১৭ সালে প্রায় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটি রোহিঙ্গা অনুপ্রবেশের সর্বোচ্চ ঘটনা। নতুন আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু।
সংস্থাটি আরও জানায়, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১ লাখ ২১ হাজার নতুন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে, যদিও অনেকে এখনো শনাক্ত না হয়েই ক্যাম্পে বসবাস করছে। কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার বসবাস এটিকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ক্যাম্পে পরিণত করেছে।
জাতিসংঘের মতে, নতুন রোহিঙ্গাদের আগমনে বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। তহবিলের অভাবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা এবং ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা শিশুর শিক্ষাও বন্ধ হয়ে যেতে পারে।
ইউএনএইচসিআর এই পরিস্থিতিতে হতাশা ও নিরাপত্তাহীনতা বাড়ার কথা উল্লেখ করে রাখাইন রাজ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
Comments