
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মনির পেশায় একজন কাচমিস্ত্রি ছিলেন এবং তিনি হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে চার থেকে পাঁচজন লোক তাকে ছুরিকাঘাত করে। তার শরীরে তিন থেকে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments