Image description

সুনামগঞ্জের ১২টি উপজেলায় ৬ লাখ ৯৯ হাজার ৬৮৭ শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। এর মধ্যে প্লে-নার্সারি থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রী রয়েছে ৪ লাখ ৬৩ হাজার ২৬৮ জন। রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে জেলাব্যাপী টাইফয়েড ভ্যাকসিন প্রদান শুরু হবে, যা ১৮ কার্যদিবস পর্যন্ত চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই ভ্যাকসিন পাবে।

জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই কেন্দ্রগুলোতে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য শিশুদের জন্ম নিবন্ধনের মাধ্যমে Vaxepi.gov.bd ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা ইপিআই টিকা কার্ড নিয়ে গেলে অফলাইনে ভ্যাকসিন পাবেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সুনামগঞ্জ সদরে ৬৫ হাজার ৮০৫ শিশু (ছাত্র-ছাত্রী ৪৭ হাজার ৯১৬), শান্তিগঞ্জে ৫৩ হাজার ৭১৩ শিশু (ছাত্র-ছাত্রী ৩৪ হাজার ২২৭), ছাতকে ৯৬ হাজার ০৬০ শিশু (ছাত্র-ছাত্রী ৬৭ হাজার ৫৭৫), দোয়ারাবাজারে ৬৭ হাজার ৩৭৬ শিশু (ছাত্র-ছাত্রী ৪৫ হাজার ৬৮৫), বিশ্বম্ভরপুরে ৫৩ হাজার ৬৫৮ শিশু (ছাত্র-ছাত্রী ৩২ হাজার ৭৫৫), তাহিরপুরে ৫৬ হাজার ২৯৬ শিশু (ছাত্র-ছাত্রী ৩৩ হাজার ১২০), জামালগঞ্জে ৫৩ হাজার ৫০৩ শিশু (ছাত্র-ছাত্রী ৩৩ হাজার ৩৭৫), ধর্মপাশায় ৬২ হাজার ২৯৯ শিশু (ছাত্র-ছাত্রী ৪০ হাজার ৭৩৫), দিরাইয়ে ৭১ হাজার ২৯৬ শিশু (ছাত্র-ছাত্রী ৪৩ হাজার ৪৬৮), শাল্লায় ৩৩ হাজার ১৪৫ শিশু (ছাত্র-ছাত্রী ২০ হাজার ২৩০), জগন্নাথপুরে ৬৪ হাজার ২৯৯ শিশু (ছাত্র-ছাত্রী ৪৪ হাজার ৯৫৭) এবং সুনামগঞ্জ পৌরসভায় ২২ হাজার ২৩৭ শিশু (ছাত্র-ছাত্রী ১৯ হাজার ২২৫) ভ্যাকসিন পাবে। মধ্যনগর উপজেলার তথ্য ধর্মপাশার সঙ্গে যুক্ত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ জানান, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়া শিশুদের ভ্যাকসিন প্রদানে সহায়ক হবে।