Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলা কিছু মহল এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের স্বার্থে নির্বাচন হলে আঘাত লাগবে। আমরা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিতে চাই, কোনো নির্দিষ্ট দলের পক্ষপাত নয়।” তিনি আরও বলেন, “মেধাবীরা দেশের সম্পদ। স্বজনপ্রীতি বা ঘুষ ছাড়া নিয়োগপ্রাপ্তদের এখন দেশের জন্য কিছু করার সময়।”

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” লাশ পোড়ানোর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মব ও রাজনৈতিক কর্মসূচির পার্থক্য বুঝতে হবে। এ ধরনের ঘটনা নিন্দনীয়। এর পেছনে কার দায় বা অবহেলা আছে, তা খতিয়ে দেখা হবে।”